ভাবসম্প্রসারণঃ জ্ঞানহীন মানুষ পশুর সমান ।
ভাব সম্প্রসারণঃ
সৃষ্টির অন্যান্য প্রাণীর থেকে মানুষকে আলাদা করেছে তার বিবেক জ্ঞান,যা অন্য কোনো প্রাণীর মধ্যে
নেই। প্রতিটি মানুষের মধ্যেই জ্ঞান বা বিবেক সুপ্ত অবস্থায় থাকে । অনুশীলনের মাধ্যমে তাকে জাগিয়ে
তুলতে হয়।জ্ঞান মানুষকে যোগ্যতা দান করে।নানা বিদ্যায় পারদর্শী করে তোলে।জ্ঞানের আলোকেই
মানুষের জীবন বিকাশিত হয়ে উঠে । তাই মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব লাভের জন্য জ্ঞানের সহায়তা
অপরিহার্য।অন্য প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য এখানেই।জ্ঞানবান মানুষ কখনো খারাপ কাজ করতে
পারে না। তারবিবেক তাকে খারাপ আচরণ করতে বাধা দেয়।অপরদিকে জ্ঞানহীন মানুষ পশুর মতো
নির্বোধ।পশুর যেমন জ্ঞান নেই।সে ন্যায়-অন্যায় বোঝে না ।আপন অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না ।
জ্ঞানহীন ব্যক্তির্ব তেমনি কোন বিবেগ নেই।জ্ঞানের অভাবে তারা আধুনিক জীবনের সম্পূর্ণ স্বাদ
উপভোগ করতে পারে না।ওদের জীবনের সাথে পশুর জীবনের কোন পার্থক্য নেই ।জ্ঞানই মানুষ ও
পশুর মধ্যেই সীমারেখা টেনে দেয়।তাই মানুষকে সব সময় জ্ঞানসাধনায় নিয়োজিত থাকা দরকার।
Helpful thanks
ReplyDeleteNc
ReplyDelete